আল্লাহ তা'আলা আদেশ করেছেন:
ادْعُ إِلِىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ
(সূরা আন-নাহল, ১৬:১২৫)
অর্থাৎ:
"আপনার প্রভুর পথে আহ্বান করুন প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়।"
আরেকটি আয়াতে আল্লাহ বলেন:
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
(সূরা ফুসসিলাত, ৪১:৩৩)
অর্থাৎ:
"ভাষার দিক থেকে তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকাজ করে এবং বলে, আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত?"
এছাড়া, আল্লাহ তা'আলা বলেন:
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُوْلَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
(সূরা আলে ইমরান, ৩:১০৪)
অর্থাৎ:
"তোমাদের মধ্য থেকে যেন একটি দল হয় যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভাল কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তারাই সফলকাম।"